"তোমায় ছুঁয়ে থাকা স্মৃতি" 2
পলকের দাদার এক ছেলে আর এক মেয়ে। পলকের বাবা ও তার এক বোনও আছেন। সেই বোনের একটি মেয়ে আছে, নাম তুনি । পলকের ফুপির ইচ্ছা—তুনি আর পলকের বিয়ে হোক। কিন্তু পলক সেটা চায় না। সে চায় না শুধু ফ্যামিলির চাপেই জীবন কাটাতে। তাছাড়া, সে তো কারও জন্য মন উজাড় করে দিয়েছে। পলক এখন তাদের পরিবারে একজন দায়িত্ববান মানুষ। সবাই তাকে সম্মান করে, তার কথার গুরুত্বও অনেক বেশি। একদিন পলক তার দাদাকে বলল, "আমি একজন মেয়েকে অনেক ভালোবাসি।" তার দাদা একটু চমকে উঠলেও মুচকি হেসে বললেন, "আলহামদুলিল্লাহ! ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সেটাই প্রাধান্য পাবে।" পলক তখন নিজের ফোন বের করে সৃতির একটা ছবি দেখাল দাদাকে। ছবিটা দেখে দাদা অবাক হয়ে বললেন, "এ যেনো পরির মতো দেখতে! তোমার সঙ্গে খুব মানাবে।" পলক হেসে বলল, "আমি আগামীকাল ওর বাসায় যাবো, কথা বলবো ওর পরিবারে। আমি সৃতি কে পুরোপুরি আমার জীবনের অংশ করতে চাই।" দাদা বললেন, "তাহলে এখনই যাও রেস্ট নাও, কাল তোমার বিশেষ দিন।" রুমে ফিরে পলক আর অপেক্ষা করতে পারল না। সে সঙ্গে সঙ্গে সৃতিকে কল দিল। কল রিসিভ হতেই বলল: "সোনা, আমি আসছি। আগ...