Privacy Policy

এই ব্লগটি (andhokarerpremgolpo.blogspot.com) ভিজিটকারীদের গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আপনি যেকোনো ধরণের তথ্য দিয়ে থাকলে তা আমরা কখনোই তৃতীয় পক্ষের কাছে শেয়ার করি না।

Cookies:
আমরা Google-এর মতো তৃতীয় পক্ষের বিজ্ঞাপন কোম্পানির বিজ্ঞাপন দেখাতে পারি, যারা কুকিজ ব্যবহার করে। এগুলোর মাধ্যমে আপনার আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো হয়।

তথ্য সংগ্রহ:
আমরা শুধু সেই তথ্য সংরক্ষণ করি যা আপনি ইচ্ছা করে আমাদের দেন (যেমন: Contact ফর্মে)। এই তথ্য কখনোই বিক্রি বা ভাগ করা হয় না।

Google AdSense:
আমরা আমাদের সাইটে Google AdSense ব্যবহার করতে পারি। Google কুকিজ ব্যবহার করে আপনার আগ্রহভিত্তিক বিজ্ঞাপন দেখায়।

লিংক:
এই ব্লগে অন্য ওয়েবসাইটে যাওয়ার লিংক থাকতে পারে। আমরা সেই সাইটগুলোর গোপনীয়তা নীতির জন্য দায়ী না।

আপনার সম্মতি:
এই ব্লগ ব্যবহার করে আপনি আমাদের গোপনীয়তা নীতিতে সম্মতি দিচ্ছেন।

Comments

Popular posts from this blog

"তোমায় ছুঁয়ে থাকা স্মৃতি"

ছায়ার কলম

তোমায় ছুঁয়ে থাকা স্মৃতি 3