“দিয়া"
গল্প: দিয়া — ছায়ার ভেতর আলো
দিয়া — একটি নাম, একটি প্রাণ। একটি ছোট্ট মুখ, বড় বড় চোখ, আর মনে যেন এক অজানা গহ্বর।
তার জন্ম এক দীর্ঘ অপেক্ষার পরে। বাবা-মায়ের ভালোবাসার ফল হলেও, সেই ভালোবাসা বেশিদিন থাকেনি তার জীবনে। মাত্র চার বছর বয়সে, দিয়া তার বাবাকে হারায়। সে বুঝতে পারেনি তখন ঠিক কী হারালো — শুধু অনুভব করেছিল, তার ছোট্ট জগতে একটা বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে।
মা, তানিয়া বেগম, সবটুকু দিয়ে দিয়াকে মানুষ করতে থাকেন। কিন্তু দিয়া ছিল একটু আলাদা।
সে কখনো খেলে না অন্য বাচ্চাদের মতো, হাসে না সবসময়। তার দৃষ্টি অনেক গভীর, যেন অতীত খুঁজে বেড়ায়।
তানিয়া কিছু বলতে পারেন না। বুকের মধ্যে কেমন যেন কাঁপন ধরে।
কিছুদিন পর, দিয়া ছবি আঁকতে শুরু করে। সে আঁকে একটা পুরনো বাড়ি, একটা পুকুর, আর একটা মেয়ে — কপালে লাল টিপ, লাল শাড়ি। অথচ দিয়া তো কখনো এমন কিছু দেখেনি।

Comments
Post a Comment