চিঠিটা যাকে পাঠানো হয়নি – এক ভৌতিক প্রেমের গল্প


 পুরনো বাড়িতে ফিরে আসা এক নারীর সামনে খুলে যায় প্রেম ও মৃত্যুর ভয়ানক রহস্য। অর্ণবের অসমাপ্ত চিঠি কি তার উত্তর দেবে, নাকি ডেকে আনবে এক অদ্ভুত পরিণতি?
সায়ন্তিকা যখন পুরানো বাড়িটায় ফিরে আসে, তখন শহরটা ঘুমিয়ে ছিল। দশ বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তারা, এক দুর্ঘটনার পর। তার প্রেমিক, অর্ণব, সেদিন রাতে ফিরে আসেনি আর কখনো।
বাড়ির ঘরে ঢুকতেই সায়ন্তিকার চোখে পড়ল সেই পুরনো ডেস্কটা। ধুলো ঢাকা, কিন্তু drawer-টা অদ্ভুতভাবে অল্প খোলা। খুলে দেখল একটুকরো কাগজ—একটি অসমাপ্ত চিঠি।
"‘সায়ন্তিকা, আমি জানি তুমি অপেক্ষা করছ। কিন্তু আজ রাতে যদি আমি ফিরতে না পারি, তাহলে জেনে নিও আমি...’”
চিঠিটা শেষ হয়নি। কিন্তু সেই মুহূর্তে হাওয়ার দোল, হঠাৎ নিভে যাওয়া বাতি, আর জানালার বাইরে এক জোড়া চোখ—সব মিলিয়ে যেন সময় থমকে গেল।
সায়ন্তিকার চোখ ছলছল করে উঠল। হঠাৎ এক কণ্ঠস্বর—"তুমি এখনও অপেক্ষা করছ?"
সে চমকে উঠে তাকিয়ে দেখে দরজার পাশে দাঁড়িয়ে আছে এক অন্ধকার ছায়ামূর্তি—চেনা মুখ, অর্ণব!
কিন্তু তার চোখে প্রাণ নেই, আর ঠোঁটে সেই চিরচেনা হাসি...


Comments

Popular posts from this blog

"তোমায় ছুঁয়ে থাকা স্মৃতি"

ছায়ার কলম

তোমায় ছুঁয়ে থাকা স্মৃতি 3