ছায়ার কলম পর্ব ২

 পর্ব ২: খাতার পৃষ্ঠায় রক্তের শব্দ

স্মৃতি খাতায় চোখ রেখে বসে আছে।
তার কলম নড়ছে না, হাতও জমে আছে — কিন্তু খাতার উপর অদৃশ্য কোনো হাত লিখে চলেছে

“ঘরটা আর তোমার না, এই কলমও না।”

সে থমকে যায়। তীব্র একটা শীতল হাওয়া ঘরের ভেতর ঢুকে পড়ে, যদিও সব জানালা-দরজা বন্ধ।

তার সামনের আয়নাটা কুয়াশায় ঢেকে যাচ্ছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়... আয়নার দিকে এগোয়...
কিন্তু তার প্রতিচ্ছবি আর তার নিজের মতো দেখতে নয়।

চুলগুলো আরও এলোমেলো, চোখের নিচে গভীর কালো ছায়া, ঠোঁটে হাসি নয় — কাটা দাগ।
সেই প্রতিচ্ছবি ফিসফিস করে বলে:
"তুমি লিখছো না, আমি লিখিয়ে নিচ্ছি..."

সে চিৎকার করে পেছনে তাকায়, খালি ঘর।
আবার সামনে তাকাতেই, আয়নায় এখন একটা ছেলেকে দেখা যাচ্ছে —
সেই ছেলেটি যাকে সে জানালায় দেখেছিল, এখন আয়নার ভেতর থেকে তাকিয়ে আছে তার দিকে।

তার চোখ দুটো অদ্ভুত রকম উজ্জ্বল।
স্মৃতি দেখতে পায় — তার চোখ থেকে রক্ত গড়িয়ে খাতার উপর পড়ছে।

খাতার পাতায় লেখা হচ্ছে:

“সে এসেছিল আমার গল্প শেষ করতে। কিন্তু আমি তো কখনো শেষ হই না...”


চলবে...

Comments

Popular posts from this blog

"তোমায় ছুঁয়ে থাকা স্মৃতি"

ছায়ার কলম

তোমায় ছুঁয়ে থাকা স্মৃতি 3